মৃত্যু শাশ্বত সত্য-মোঃ আখতার উদ্দিন চৌধুরী
মৃত্যু হলো নশ্বর পৃথিবীর শাশ্বত সত্য,প্রত্যেক প্রাণীকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
মৃত্যু হলো নশ্বর পৃথিবীর শাশ্বত সত্য,প্রত্যেক প্রাণীকেই একবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।স্রষ্টার সৃষ্টিতে সকল প্রাণী এই চূড়ান্ত সত্য থেকে পালাতে পারবেনা।
আমাদের এই পৃথিবীতে সবকিছুই ক্ষণিকের জন্য—আমরা কেউ জানি না,আমাদের এই যাত্রা কতক্ষণ চলবে বা কখন থামবে।
আমাদের যে কোনদিন এই পৃথিবীর ধন-সম্পদ, পরিবার-পরিজন,আত্মীয়-স্বজন,বন্ধু-বান্ধব সবার মায়া ত্যাগ করে,এই মায়াবি পৃথিবী ছেড়ে চলে যেতে হবে,অবিনশ্বর জীবনে থাকতে হবে অনন্তকাল কবর নামক অন্ধকার কুঠিরে।
কিন্তু আমরা মানবজাতি মৃত্যুর মত এই চিরন্তন সত্যটিকে কতটুকু অনুধাবন করি? আমরা কি একবারও ভেবে দেখেছি এই পৃথিবী নামক গ্রহে আমরা ক্ষণিকের অতিথি মাত্র?
আমরা কি একবার ও চিন্তা করেছি আমাদের পূর্বে যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছেন তাদের কথা?
অতীতে আমাদের ছেড়ে যাওয়া মানুষ গুলি যারা কবরের বাসিন্দা হয়েছেন তারা এ পৃথিবীতে কত কিছুইনা করেছেন।কত ধনসম্পদ, পরিবার-পরিজন, আত্মীয় স্বজন রেখে গেছেন,যে গুলি আজ আর তার কোন উপকারে আসছেনা।
আমরা কখনো কি কবরস্হানের পাশে গিয়ে কিছুক্ষন নিরবে দাড়িয়ে একটু চিন্তা করেছি?
এ পৃথিবীতে আমরা যে যতবড় রাজা,বাদশা, সম্রাট, জ্ঞানী,গুণি,বিজ্ঞানী,ধনী-গরিব,শক্তিশালী হইনা কেন,
একদিন আমাদের হার মানতে হবে মৃত্যুর কাছে।
অনন্ত কাল থাকতে হবে অন্ধকার কবরে।
আমরা পৃথিবীর মায়ায় পড়ে ভুলে যায় অন্তহীন পরকালের কথা অথচ পৃথিবী যেমন ক্ষণস্থায়ী,পৃথিবীর জয়-পরাজয়,ধনসম্পদও ক্ষণস্থায়ী। আর পরকাল চিরস্থায়ী ও তার সফলতা-ব্যর্থতাও চিরস্থায়ী।
মহান আল্লাহ বলেন-তোমরা যেখানেই থাক না কেন, মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবেই। যদি তোমরা সুদৃঢ় দূর্গের ভেতরেও অবস্থান কর,তবুও।সুরা:নিসা,আয়াত:৭৮
রাসুল করিম (সা.) বলেন, শেষ বিচারের দিনে প্রতিটি মানুষ পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক কদমও নড়তে পারবে না।
তাহলো আমাদের জীবনকাল কী লক্ষ্যে কাটিয়েছি? যৌবনকাল কী কাজে ব্যয় করেছি? কোন পথে আয় করেছি?কী কাজে ব্যয় করেছি? জ্ঞান অনুযায়ী কর্মসম্পাদন করেছি কিনা? (তিরমিজি)।
তাই আমাদের উচিৎ পার্থিব ভোগবিলাসে মত্ত না হয়ে, মন্দ কাজ পরিহার করে,মৃত্যুর আগে জীবনের অমূল্য সময় টুকু সৎ পথে অতিবাহিত করি,যে কাজের ওপর আমাদের মৃত্যু হলে-অবিনশ্বর জীবনে আমরা হবো সফলকাম।
কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.