এই পৃথিবীটা আমার না আপনারও না পৃথিবীটা সৃষ্টিকর্তার-নার্গিস আখতার নীরা
এদের জীবন কি থেমে থাকবে ! সমস্যাযর সাগরে ডুবে যাচ্ছে ভেবেও তারা কিন্তু আতঙ্কিত হবে না। কারণ তারা জানে সৃষ্টিকর্তা আছেন। তিনি তাদের টেনে তুলবেন।
এরা সবাই এতিম বাচ্চা। আমিও তাদের
মধ্যে একজন। এদের কারো বাবা-মা কেউ নেই। আবার
কারো বাবা নেই মা অন্য কাউকে বিয়ে করে নতুন সংসার পেতেছে।
সন্তানকে দিয়ে গেছে এতিমখানায়। এতো মাসুম চেহারা , ঠিকমতো মুখে তুলে ভাত টাও খেতে পারে না। মাদ্রাসার খাদেমকে দেখলাম খাইয়ে দিতে। আচ্ছা এদের জীবন কি থেমে থাকবে ! সমস্যার সাগরে ডুবে যাচ্ছে ভেবেও তারা কিন্তু আতঙ্কিত হবে না।
কারণ তারা জানে সৃষ্টি কর্তা আছেন।
তিনি তাদের টেনে তুলবেন নতুবা তাদের সাঁতার শিখাবেন। এই পৃথিবীটা আমার না আপনারও না
এই পৃথিবীটা সৃষ্টিকর্তার যিনি আমাকে আপনাকে আমাদের সবাইকে সৃষ্টি করেছেন এ পৃথিবীটা
সৃষ্টি করেছেন বাঁচার জন্য।
আমরা মানষু একটু থেকে একটু ১৯-২০ হলে
একে অপরকে হেয় করে কথা বলি, গালি দিয়ে কথা বলি।
ক্ষমতার অপব্যবহার করি।অথচ আল্লাহর সৃষ্টি এই পৃথিবীতে আমরা অল্প কিছু দিনের।
আল্লাহ ডাক দিলেই চলে যেতে হবে যেটা
যেভাবে আছে সেভাবে রেখেই একটা সেকেন্ড থাকার কোন সাধ্য নেই।
নার্গিস আখতার নীরা'র facebook থেকে।
কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.