Header Ads



মিথ্যার সাথে এক চিমটি সত্য দিয়ে তৈরি তত্ত্ব-নওফেল।

মিথ্যার সাথে এক চিমটি সত্য দিয়ে তৈরি তত্ত্ব

ইতিহাস বিকৃতির নোংরা সংস্কৃতির ধারক ও বাহকেরা তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবের অবদান অস্বীকার শুধু নয় বই পুস্তক লিখে রীতিমতো তাকে মুছে দেয়ার কাজটি প্রাতিষ্ঠানিক ভাবেই করেছে, এবং এখনো করে যাচ্ছে।

মিথ্যার সাথে এক চিমটি সত্য দিয়ে তৈরি তত্ত্ব, আর সেই তত্ত্ব দিয়ে আসল ঐতিহাসিক তথ্য ধামাচাপা দেয়ার সুক্ষ্ম জালিয়াতি যারা করে তাদেরকে জ্ঞানপাপীও বলা যায়না, তারা হলো প্রতারক! সেই ১৯৪৮ সাল থেকে ছাত্রনেতা শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু হয়ে উঠারও বহু আগে, ভাষা আন্দোলনে যেই ঐতিহাসিক গুরুত্বপূর্ণ ভুমিকা রাখেন তা উনার রাজনৈতিক বিরোধী হিসেবে পরিচিতরাও অকপটে স্বীকার করেছেন। কিন্তু ইতিহাস বিকৃতির নোংরা সংস্কৃতির ধারক ও বাহকেরা তৎকালীন ছাত্রনেতা শেখ মুজিবের অবদান অস্বীকার শুধু নয় বই পুস্তক লিখে রীতিমতো তাকে মুছে দেয়ার কাজটি প্রাতিষ্ঠানিক ভাবেই করেছে, এবং এখনো করে যাচ্ছে। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে প্রথম আলোতে দেখলাম সকল ধরনের রাজনীতিতে এবং শিক্ষকতায় অকৃতকার্য এবং সর্বহারার জমিদার শ্রেণির স্বঘোষিত নেতা জনাব বদরুদ্দিন উমরের এক সাক্ষাৎকার ছাপা হলো ভাষা আন্দোলন নিয়ে। তিনি এতে শুধু মিথ্যাচার নয়, নিজের আত্মপ্রচারের পাশাপাশি, বঙ্গবন্ধুর অপ্রাষঙ্গিক সমালোচনাও করলেন, ভাষা আন্দোলনে তার কোনো অংশগ্রহণ দুরের কথা বদ উমর শিশু বয়সে কোলকাতার বাড়িতে "অবলোকনের" মাধ্যমে কমিউনিস্ট ভাবধারা ধারণ করলেন কিভাবে সেটাও বললেন। মিথ্যা প্রচারক উমর সাহেব এবং প্রতারণায় সহযোগী মাধ্যম প্রথম আলো, দুই পক্ষই নিজেদের মুজিব বিদ্বেষের বিষাক্ত বিষ ছড়িয়ে ইতিহাস বিকৃতির নোংরামি চালিয়ে যাচ্ছে এবং যাবেই!
ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল এর facebook page থেকে।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.