Header Ads



প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই লেখা ও ছবিটির জন্য:এম,কামাল উদ্দিন।

লালদিয়ার চরবাসীকে শুধু উচ্ছেদ করা হয়নি সেই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অঙ্গিকার কে অবজ্ঞা করা হয়েছে।

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই লেখা ও ছবিটির জন্য
উচ্ছেদকৃত লালদিয়ার চরের বাসিন্দা 

প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এই লেখা ও ছবিটির জন্য,
ছবিটি আজকে পতেঙ্গায় উচ্ছেদকৃত লালদিয়ার চরে বসবাসকারী একটি অসহায়  পরিবারের।
সবার কি বাসা ভাড়া নিয়ে থাকার সামর্থ্য আছে?হয়তো কিছু কিছু পরিবার দূরে কোথাও চলে যেতে পারবে পরিবার পরিজন নিয়ে!
কিন্তু একজন দিনমজুর রিক্সা ওয়ালা?
কোথায় যাবে সে?
বিশ্বমানের বন্দর বিনির্মানের জন্য আমরাও চাই তাদের জায়গাটি নিয়ে নেওয়া হউক, কিন্তু এভাবে কেউ কোন দায়িত্ব না নিয়ে?

আমি নিশ্চিত জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এই মেসেজটি সঠিক ভাবে পৌঁছানো হয়নি।যেদেশে টেকনাফ থেকে এসএমএস করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঘর পেতে পারে, ময়মনসিংহ থেকে একজন অসহায় কৃষক নেত্রীর সাথে কথা বলতে পারে সেখানে ৪৮ বছর বসবাস কারী মানুষের আর্তনাদ কেন শুনতে পাবে না?
লালদিয়ার চরবাসীকে শুধু উচ্ছেদ করা হয়নি সেই সাথে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের অঙ্গিকার কে অবজ্ঞা করা হয়েছে।

গত কয়েক দিন ধরে খুব ইচ্ছে থাকলেও ঐ এলাকায় বসবাসকারী পরিচিত ও আত্মীয় স্বজনদের সাথে দেখা হবে বলে যায়নি।
অপারগ সামর্থ্যহীন হলে তাদের আসলে করার তেমন কিছু থাকে না।
সংশ্লিষ্টদের শুধু এতটুকু অনুরোধ করবো এই অসহায় পরিবার গুলোকে মাথা ঘুছানোর ব্যবস্হা করে দিন।
না হয় অনাকাঙ্ক্ষিত আল্লাহর গজবের জন্য অপেক্ষা করুন।।
এম,কামাল উদ্দিন

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.