Header Ads



ফিলিস্তিনবাসীদের আর্তচিৎকার কি শুনতে পাচ্ছেনা?

ফিলিস্তিনবাসীদের আর্তচিৎকার কি শুনতে পাচ্ছেনা?

ইসরাইলী বাহিনী আজ ফিলিস্তিনের সাধারন মানুষকে নৃশংস ভাবে হত্যা,তাদের মৌলিক অধিকার, মানবাধিকার হরণ করে চলছে।

মানুষের মৌলিক অধিকার,মানবাধিকার,সংবাদ পত্রের স্বাধিনতা,সাংবাদিকদের নিরাপত্তা,শ্রম আইন ইত্যাদি ইত্যাদি বিষয়ে বিশ্বের শক্তিধর দেশগুলিকে প্রতিনিয়ত সোচ্চার দেখা যায়। অথচ বর্বর ইসরাইলী বাহিনী আজ ফিলিস্তিনের সাধারন মানুষকে নৃশংস ভাবে হত্যা,তাদের মৌলিক অধিকার, মানবাধিকার হরণ করে চলছে।বর্তমানে গাজায় বিমান ও স্হল হামলায় নারী,পুরুষ,শিশু মিলে ২৬ হাজারেও অধিক মানুষকে দখলদার ইসরাইলী বাহিনী নির্মম ভাবে হত্যা করেছে,অনেক সাংবাদিককে সংবাদ সংগ্রহ করার সময় গুলি করে হত্যা করেছ।
লক্ষ লক্ষ ফিলিস্তিনবাসীকে বাস্ত্তচুত্ত করেছে।খোলা আকাশের নিচে অনাহারে অর্ধাহারে বিনাচিকিৎসায় ধুকে ধুকে নির্মম ভাবে মরতে বাধ্য করছে।

ইসরাইলী বর্বর দখলদার বাহিনী এসব করেও থেমে থাকেনি তারা পৃথিবীর সকল আইনকানুন,নিয়মনীতিকে পদদলিত করে একের পর এক হাসপাতাল,জাতীয় সংঘ শরণার্থী শিবির সহ রেড়ক্রিসেন দপ্তর গুলি বোমা মেরে ধংশ করে দিচ্ছে,শুনছেনা জাতীয়সংঘের কোন নির্দেশনা,মানছেনা জাতীয় সংঘের সর্বউচ্চ আইনী সংস্হা আন্তর্জাতিক বিচার আদালতের কোন রায়।
এমন বর্বর কান্ডের পরও আরব বিশ্বসহ পৃথিবীর শক্তিধর দেশগুলি ইসরাইলের বিরুদ্ধে কোন ব্যবস্হা ও
ফিলিস্তিনবাসীকে বাচাঁনোর কার্যকর কোন উদ্যোগ নিচ্ছেনা।

বিশ্বের শক্তিধর দেশ গুলি ফিলিস্তিনবাসীদের আর্তচিৎকার কি শুনতে পাচ্ছেনা? কোথায় এখন বিশ্ব মানবাধিকারের সে স্লোগান? কোথায় এখন বিশ্ব মানবাধিকারের স্লোগান দেয়া দেশ গুলি?ফিলিস্তিনীদের ব্যাপারে তারা চুপ কেন ?

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.