Header Ads



মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন - হাসান মনসুর

মহান মুক্তিযুদ্ধের সংগঠক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন

রাজপথে সবসময় সরব - মুজিব আদর্শের সূর্য সৈনিক জননেতা মোশাররফ হোসেন।

জাতিরজনক বঙ্গবন্ধুর স্নেহধন্য, বীর চট্টলার কৃতি সন্তান ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন(এম,পি)।মহান মুক্তিযুদ্ধের সংগঠক এই বীর মুক্তিযোদ্ধা ছিলেন একজন সাব সেক্টর কমান্ডার। বিত্তশালী ব্যাবসায়ী পরিবারের সুশিক্ষিত এই তরুন দেশপ্রেমে উজ্জীবিত হয়ে -- আারাম আয়েশ এর জীবন তুচ্ছতাচ্ছিল্য করে ১৯৭১ সালে সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর - আওয়ামী লীগের চরম দুঃসময়ে তিনি বৃহত্তর চট্টগ্রামে আওয়ামী লীগ সংগঠনের জন্য সাহসের সাথে -  ত্যাগ ও ঝুঁকি নিয়ে কাজ করে গেছেন। কুখ্যাত অবৈধ সামরিক জান্তা -জিয়াউর রহমান রাজনীতির নামে যখন সিনেমা হলের ব্ল্যাকার,  পাড়ার মাস্তান,  গুন্ডাপান্ডা, স্বাধীনতা বিরোধীদের নিয়ে "জাগ দল" ও বিএনপি গঠন করেন -- সেই দূর্যোগের দিনে -  রাজপথে জয় বাংলার  মিছিল করার সময় - চট্টগ্রামের নিউ মার্কেট মোড়ে বিএনপির সন্ত্রাসীরা কিরিচ দিয়ে তার উরুর মাংস কেটে ফেলেন। 

এছাড়া ফটিকছড়ি ছাত্রলীগের সম্মেলনে তার গাড়িতে তাকে হত্যার উদ্দেশ্য হামলা করে ৩ জনকে হত্যা করা হয় -- অল্পের জন্য তিনি প্রানে রক্ষা পান। রাজপথে সবসময় সরব - মুজিব আদর্শের সূর্য সৈনিক জননেতা মোশাররফ হোসেন।  ১৯৭৫ সালে জাতির জনক বঙ্গবন্ধুকে নিষ্ঠুরভাবে হত্যার পর তিনি পালন করেন -  বাংলাদেশ আওয়ামী লীগ চট্টগ্রাম উত্তর জেলার সাধারণ সম্পাদক ও পরে  সভাপতির দায়িত্ব। বর্তমানে তিনি আওয়ামী লীগ সভাপতি মণ্ডলীর সদস্য। জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন এই প্রবীন জননেতা - চট্টগ্রামে সর্বস্তরের  আওয়ামী লীগ নেতাকর্মীদের অভিভাবক তূল্য ও শ্রদ্ধার পাত্র।আজ কিংবদন্তী তূল্য এই রাজনীতিবিদের  শুভ জন্মদিন । "ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন" নামটি শুধু মীরেরশরাই বা চট্টগ্রাম নয় -- মহান মুক্তিযুদ্ধ ও বাঙালীর স্বাধীকার ইতিহাসে আজীবন  প্রজ্জ্বলিত থাকবে। এই দেশপ্রেমিক বীর মুক্তিযোদ্ধা ও বিজ্ঞ রাজনীতিবিদের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন কামনা করি। মহান আল্লাহ তাকে হায়াতে তৈয়বা দান করুন। আমিন।
হাসান মনসুর - সাঃ সম্পাদক(সাবেক)কোতোয়ালি থানা আওয়ামী লীগ,চট্টগ্রাম মহানগর।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.