মৌলবাদী রাজনীতি,উগ্রবাদী প্রচার;জঙ্গিবাদের সুচনাকারী,দেশ ও সমাজ ধ্বংসকারী-শিক্ষা উপমন্ত্রী
দ্বীনের শিক্ষা মুসলমান শিক্ষার্থীদের জন্য অবশ্যই আছে, এবং থাকবে ইনশাআল্লাহ।
দ্বীনের শিক্ষা মুসলমান শিক্ষার্থীদের জন্য অবশ্যই আছে, এবং থাকবে ইনশাআল্লাহ। যারা অন্যান্য ধর্মাবলাম্বী আছে, সকলের ধর্মীয় শিক্ষা অবশ্যই আছে এবং থাকবে। এক শ্রেনীর গুজব রটনাকারী ইস্যু না পেয়ে এখন মিথ্যা, ভিত্তিহীন, গুজব রটনা করছে ইসলাম শিক্ষা না থাকার বিষয়ে মিথ্যা প্রচারণা করে। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকার মাদ্রাসা শিক্ষার উন্নয়নে কিছুদিন আগে সংসদে নতুন বিল পাস করেছেন, প্রায় ছয় হাজার কোটি টাকা খরচ করে ১৮০০ মাদ্রাসা বিল্ডিং দিচ্ছেন, মাদ্রাসায় আধুনিক শিক্ষার পাশাপাশি দ্বীনি শিক্ষার মানোনন্নয়নে আধুনিক মাল্টিমিডিয়া ক্লাস রুম থেকে শুরু করে, শিক্ষকদের এম পিও, প্রশিক্ষণ, সব কিছুর ব্যবস্থা করছেন। ইবদেতায়ী শিক্ষাকে মুল ধারায় এনেছেন, কওমী হাক্কানী আলেমদের সম্মান দিয়েছেন, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে, দাওরায়ে হাদিসকে মাস্টার্স মর্যাদা দিয়েছেন, কি হয় নি এই সরকারের সময়ে! হাজার হাজার কওমী মাদ্রাসাকে কোটি কোটি টাকা অনুদান দিয়েছেন! তাই অপপ্রচারকারীদের কাছ থেকে দূরে থাকুন, গুজব রটনাকারীদের থেকে দূরে থাকুন। দ্বীনে ইসলাম উগ্রবাদী মৌলবাদের কাছে নয়, রাসুলে পাক (সাঃ) এর সুন্নিয়ত, যা মৈত্রি, শহনশীল, সাম্য আর অসাম্প্রদায়িক চর্চার সর্বোচ্চ উদাহরণ, যা এদেশের বেশিরভাগ মানুষ চর্চা করেন, এর মধ্যেই দ্বীন নিরাপদ। মৌলবাদী রাজনীতি, উগ্রবাদী প্রচার; জঙ্গিবাদের সুচনাকারী, দেশ ও সমাজ ধ্বংসকারী। এরাই গুজব ছড়ায়, বিভ্রান্ত করে।
মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সবাই কে হেদায়েত দিন-আমীন।
মহিবুল হাসান চৌধুরী নওফেল
মাননীয় উপমন্ত্রী-শিক্ষা মন্ত্রণালয় বাংলাদেশ সরকার।




কোন মন্তব্য নেই
please do not enter any spam link in the comment box.