Header Ads



সকলের প্রিয় হাসান মনছুর করোনা(কোভিড-১৯)এ আক্রান্ত-তার জন্য দোয়া কামনা করছি।

সকলের প্রিয় হাসান মনছুর করোনা(কোভিড-১৯)এ আক্রান্ত

হাসান মনছুর করোনা(কোভিড-১৯)এ আক্রান্ত-তার জন্য দোয়া কামনা করছি।

আমাদের সকলের অতি প্রিয় - চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক, ১৯৯০ দশকে স্বৈরাচার ও সাম্প্রদায়িকতা বিরোধী আন্দেলনের বীর ছাত্রনেতা হাসান মনছুর করোনা(কোভিড ১৯) উপসর্গ পজিটিভ নিয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ICU তে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তার শরীর স্থিতিশীল হলেও তার উচ্চ রক্তচাপ, লিভার সহ অনান্য পুরানো শারীরিক জটিলতা বিদ্যমান থাকায়ন তিনি সেখানে নিবিড় পর্যবেক্ষনে আছেন। চট্টগ্রাম ৯ আসনের মাননীয় সংসদ, শিক্ষা উপমন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরীর কাছে আমরা কৃতজ্ঞ তিনি সার্বক্ষণিক হাসান মনছুরের চিকিৎসার সার্বিক খবরা খবর ও তদারকি নেওয়ার জন্য। এছাড়া চট্টগ্রামের মাননীয় সিভিল সার্জন ডা:ফজলে রাব্বী, জেনারেল হাসপাতালের সুপারিন্টেনডেন্ট ডা:অসীম কুমার নাথ, ডাঃ আবদুর রব মাসুম করোনা ইউনিট প্রধান জেনারেল হাসপাতাল, ডা: ফাতিহ মোহাম্মদ ভুঁইয়া, ডা: রাজবীর দাশ সহ  সকল চিকিৎসক ও জেনারেল হাসপাতালের সেবক সেবিকাদের তার চিকিৎসা সেবায় সহযোগীতা করার জন্য আমরা কৃতজ্ঞ।

চট্টগ্রামের মানবিক, আঞ্চলিক এবং জাতীয় যেকোনো ইস্যুতে গণমানুষের অধিকার আদায়ে সরব ও পদচারণায় মুখরিত প্রিয় হাসান মনছুর  আবার আমাদের মাঝে ফিরে আসবেন ইনশাল্লাহ। হে রাব্বুল আলামিন আপনি তাকে শেফা দান করুন ।চট্টগ্রামবাসীর কাছে তার  রোগমুক্তির জন্য দোয়া কামনা করি।

কোন মন্তব্য নেই

please do not enter any spam link in the comment box.

merrymoonmary থেকে নেওয়া থিমের ছবিগুলি. Blogger দ্বারা পরিচালিত.